2 ভরি রুপার দাম কত ২০২৫
বাংলাদেশের রুপার দাম বিভিন্ন কারণে কম বেশি হয়। মূলত রুপার ক্যারেট এবং বিশুদ্ধতার উপর ভিত্তি করে দামের ভিন্নতা রয়েছে। এবং আন্তর্জাতিক দিক বিবেচনা করে বাংলাদেশ সমিতি থেকে রুপার মূল্য নির্ধারণ করেন। গত কয়েকদিন আগেই নতুন করে বিভিন্ন ক্যারেটের রুপার মূল্য প্রকাশ করেছে।
সনাতন পদ্ধতি থেকে শুরু করে ২২, ২১ ও ১৮ ক্যারেট রুপা পাওয়া যায়। বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) থেকে নির্ধারিত নতুন ২ ভরি রুপার মূল্য নিচে উল্লেখ করেছি।
2 ভরি রুপার দাম কত
বর্তমান রুপার বাজার দর অনুযায়ী (বাজুস) থেকে নির্ধারিত সনাতন পদ্ধতির 2 ভরি রুপার দাম 2,564 টাকা। এবং 18 ক্যারেট 2 ভরি রুপার দাম 3,430 টাকা। এবং 21 ক্যারেট 2 ভরি রুপার দাম 4,010 টাকা। এবং 22 ক্যারেট 2 ভরি রুপার দাম 4,198 টাকা।
সনাতন পদ্ধতির 2 ভরি রুপার দাম কত
আজকে সনাতন পদ্ধতির 2 ভরি রুপার দাম 2 হাজার 564 টাকা। পুরাতন রুপাকে বলা হয় সনাতন পদ্ধতির রুপা। অন্যান্য ক্যারেটের তুলনায় সনাতন পদ্ধতির রুপা সবচেয়ে কম দামে ক্রয় করা যায়। স্থানীয় জুয়েলারির দোকান এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে রুপার ভরির দাম কম বেশি হতে পারে।
18 ক্যারেট 2 ভরি রুপার দাম কত
বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে প্রকাশিত 18 ক্যারেট 2 ভরি রুপার মূল্য 3 হাজার 430 টাকা। ১৮ ক্যারেট রুপার মধ্যে শতভাগ খাঁটি রুপা পাওয়া যায় না। অন্যান্য মূল্যবান ধাতু মিশ্রিত করে ১৮ ক্যারেট রুপা তৈরি করা হয়। আন্তর্জাতিক ডলারের উপর ভিত্তি করে প্রতিনিয়ত রুপার মূল্য উঠানামা করে
21 ক্যরেট 2 ভরি রুপার দাম কত
সর্বশেষ রুপার বাজারদর অনুযায়ী 21 ক্যরেট 2 ভরি রুপার দাম 4 হাজার 10 টাকা। 21 ক্যারেট রুপা দিয়ে অনেকেই বিভিন্ন প্রয়োজনীয় অলংকার তৈরি করে থাকে। ২১ ক্যারেট রুপার মধ্যে খাঁটি মূল্যবান ধাতু পাওয়া যায়। স্থানীয় জুয়েলারির দোকান থেকে রুপা ক্রয় করার আগে অবশ্যই সঠিক মূল্য জেনে নিবেন।
22 ক্যরেট 2 ভরি রুপার দাম কত
22 ক্যরেট 2 ভরি রুপার দাম 4 হাজার 198 টাকা। ২২ ক্যারেটের মধ্যে শতভাগ হলমার্ক যুক্ত রুপা পাওয়া যায়। এই কারণেই অন্যান্য ক্যারেটের তুলনায় 22 ক্যারেট রুপার দাম সবচেয়ে বেশি টাকা বিক্রি করে থাকে। বাংলাদেশ জুয়েলারি সমিতি থেকে অল্প কিছুদিন আগেই ২২ ক্যারেট রুপার ভরির দাম নির্ধারণ করে দিয়েছেন।
শেষ কথা
বিশ্ববাজার এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক দিক বিবেচনা করে রূপার মূল্য পরিবর্তন হতে পারে। কিছুদিন আগেই বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন কর্তৃক নতুন করে রুপার দাম প্রকাশ করেছে।আপনাদের সুবিধার্থে আজকে 2 ভরি রুপার দাম কত উল্লেখ করেছি। ধন্যবাদ
আরও পড়ুন-





