১ কেজি রসুনের দাম কত ২০২৫
মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসের মধ্যে রসুনের চাহিদাও ব্যাপক রয়েছে। কারণ রসুন খাবারের মধ্যে ব্যবহার করলে রান্নার স্বাদ বৃদ্ধি করে। এ বছর রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ টাকা থেকে ১৫০ টাকা। কিন্তু রসুনের মধ্যে কয়েকটি ধরণ রয়েছে।
রসুনের ধরন অনুযায়ী দাম ভিন্নতা হতে পারে। এবং প্রতিনিয়ত বিভিন্ন কারণে রসুনের মূল্য উঠানামা করে। গত বছরের তুলনায় রসুনের মূল্য সমপরিমাণ রয়েছে। মানুষের চাহিদা এবং আমদানিকৃত সমস্যার কারণে রসুনের দাম কম বেশি হতে পারে।
১ কেজি রসুনের দাম কত
সর্বশেষ বাজার দর অনুযায়ী ১ কেজি রসুনের দাম ১১০ টাকা থেকে ১৫০ টাকা। এবং এবং উন্নত জাতের আমদানিকৃত রসুনগুলোর দাম কিছুটা বেশি হতে পারে। রসুন খাবারের তালিকায় রাখলে একজন মানুষের বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে। বিশেষ করে সবাই রান্নার স্বাদের জন্য রসুন ক্রয় করে থাকেন।
বর্তমান বাজারে রসুনের দাম বাংলাদেশ
বাংলাদেশে মূলত চাহিদার উপর ভিত্তি করে রসুনের বাজার দর কম বেশি হয়। বাংলাদেশ মানুষের চাহিদা অনুযায়ী রসুন আমদানি করতে পারে না। এবং দেশের রসুনগুলো অল্প কিছুদিনের মধ্যেই ঘাটতি দেখা দেয়। বর্তমানে বাংলাদেশের বাজারে রসুন বিক্রি হয়ে থাকে প্রতি কেজি ১১০ থেকে ১৫০ টাকা। এবং চিনা জাতীয় রসুন বিক্রি হয় ১৬০ টাকা থেকে ২০০ টাকা।
১ কেজি দেশি রসুনের দাম কত
বর্তমানে এক কেজি দেশি রসুন এর দাম ৯০ টাকা থেকে সর্বোচ্চ ১৩০ টাকা। বিশেষ করে বাংলাদেশে দেশি রসুনের চাহিদা বেশি। কারণ দেশি রসুনগুলো খেতে অনেক সুস্বাদু হয়। বিভিন্ন বাজার অনুযায়ী রসুনের দাম কম বেশি হতে পারে।
১ বস্তা রসুনের দাম কত
বস্তার ধরন এবং সাইজের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। বাংলাদেশের বাজারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ২৫ কেজি এবং ৫০ কেজির রসুনের বস্তা পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ১ বস্তা রসুন ক্রয় করলে কিছুটা কম দামে এবং পাইকারি দামে রসুন কেনা যায়। বর্তমানে ২৫ কেজির ১ বস্তা রসুন এর দাম ২,৭৫০ টাকা থেকে ২,৯৫০ টাকা। এবং ৫০ কেজির এক বস্তা রসুনের দাম ৫,৫১০ টাকা থেকে ৬,৬২০ টাকা।
শেষ কথা
আমদানিকৃত সমস্যা অথবা মানুষের চাহিদার উপর ভিত্তি করে রসুনের মূল্য স্থিতিশীল থাকে না। অনেকেই বাজার থেকে রসুন ক্রয় করার আগে বর্তমান সঠিক রসুনের দাম জানার চেষ্টা করে। আপনাদের সুবিধার্থে আমরা এই পোষ্টের মাধ্যমে সর্বশেষ আজকের কাচা বাজারের তথ্য অনুযায়ী ১ কেজি রসুনের দাম কত উল্লেখ করেছি। বাজারে গিয়ে অবশ্যই দরদাম করে রসুন ক্রয় করবেন। ধন্যবাদ






